দেশ

তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ

দেশকে সঠিক দিশা দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন ৷ মঙ্গলবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর একথা জানালেন কীর্তি আজাদ ৷প্রাক্তন এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন ৷ প্রথমে বিজেপিতে ছিলেন ৷ তার পর কংগ্রেসে চলে যান ৷ এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের  দলে যোগদান করলেন ৷ তার পর তিনি জানান, যতদিন তিনি রাজনীতি করবেন, ততদিন তিনি মমতার সঙ্গেই থাকবেন ৷ কারণ, দেশে এখন এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন, যিনি দেশকে সঠিক দিশা দেখাবেন ৷ সেই ব্যক্তিত্ব যে মমতা, তাও এদিন তিনি স্পষ্ট করে দেন ৷ কীর্তি আজাদ কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার ছিলেন ৷ নিজের ক্রীড়াবিদ-সত্ত্বাকে সামনে রেখে তিনি বলেন, ‘‘আমি খেলোয়াড় ৷ কোনও জাত-ধর্ম নেই ৷ দেশের জন্য রাজনীতি করব ৷’’ সেই রাজনীতির পথপ্রদর্শক মমতা বলে তিনি এদিন জানান ৷ এদিন কীর্তি ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রাক্তন উপদেষ্টা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (bihar cm nitish kumars former advisor joins tmc) ৷ তাঁর নাম পবন বর্মা ৷