খেলা

KKR VS LSG : হাড্ডাহাড্ডি লড়াই করেও ইডেনে ৪ রানে হারলো কেকেআর 

আইপিএলে তৃতীয় হার কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের ফলে পয়েন্ট টেবলেও নেমে গেলেন অজিঙ্ক রাহানেরা। কেকেআরের নেট রান রেটও বেশ খারাপ। অন্য দিকে, প্রথম চারে চলে এলেন ঋষভ পন্থেরা। ইডেনে হারের পর পয়েন্ট তালিকায় পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেল কেকেআর। পাঁচ ম্যাচের পর রাহানেদের পয়েন্ট ৪। নেট রান রেট ০.০৫৬। পাঁচ ম্যাচে তিনটি জয়ে লখনউয়ের পয়েন্ট ৬। তারা রয়েছে চতুর্থ স্থানে। পন্থদের নেট রান রেট ০.০৭৮। এদিন রাহানে টস জিতে ঋষভদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ব্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত অবদান রাখলেন আইডেন মাক্রম (২৮ বলে ৪৭), মিচেল মার্শ (৪৮ বলে ৮১) ও নিকোলাস পুরান ৩৬ বলে অপরাজিত ৮৭। কলকাতার হয়ে দু’উইকেট হর্ষিত রানার, এক উইকেট আন্দ্রে রাসেলের।  এদিন রাহানে টস জিতে ঋষভদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ব্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত অবদান রাখলেন আইডেন মাক্রম (২৮ বলে ৪৭), মিচেল মার্শ (৪৮ বলে ৮১) ও নিকোলাস পুরান (৩৬ বলে অপরাজিত ৮৭)। কলকাতার হয়ে দু’উইকেট হর্ষিত রানার, এক উইকেট আন্দ্রে রাসেলের।  লখনউয়ের জবাবে কুইন্টন ডি কক (১৫) ও সুনীল নারিন (৩০) কলকাতার হয়ে শুরুটা ভালোই করেছিলেন। তিনে নেমে অধিনায়ক রাহানে (৩৫ বলে ৬১) ও চারে এসে ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৪৫) ঝোড়ো ক্রিকেটে ইডেন মাতিয়ে দিয়েছিলেন। তবে রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী ও আন্দ্র রাসেল ডাঁহা ফেল করেন। আটে নেমে রিঙ্কু সিং কেকেআরকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। শেষ ৬ বলে কলকাতার জয়ের টার্গেট ছিল ২৪। রিঙ্কুর চার-ছক্কায় শেষ পর্যন্ত ১৯ রান উঠেছিল। কিন্তু রিঙ্কুর লড়াই কাজে এল না। ২৩৮ রানের জবাবে কেকেআর থামল ২৩৪ রানে!