কলকাতা কর্পোরেশন আওতাধীন এলাকায় ভগ্নপ্রায়, জরাজীর্ণ বাড়ি কিংবা পরিত্যক্ত বাড়ি হলেই সেটির দেওয়া বিপজ্জনক বোর্ড লাগাতে হবে। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের কমিশনার ধবল জৈন একটি নির্দেশ দিয়ে এমনটাই জানান। পরিত্যক্ত বাড়িগুলির খোঁজ করে তাতে বিপজ্জনক বোর্ড লাগানোর কাজ করবে বিল্ডিং বিভাগ। এখানেই শেষ নয়। ওয়ার্ডের ভারপ্রাপ্ত সব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়মিত নজর রাখবেন বাড়িগুলির উপর। নির্দিষ্ট দিন অন্তর সেখানে গিয়ে ছবি তুলে সেগুলি ডিজিটাল ডায়েরিতে আপলোড করবেন তাঁরা। এমন অনেক জরাজীর্ণ বাড়ি আছে, যেখানে লোকজন থাকেন, আবার বাড়ির বহু অংশে কেউ থাকেন না। কর্পোরেশন সব ক্ষেত্রেই পরিদর্শন করে বিপজ্জনক অংশে বোর্ড লাগিয়ে দেবে। তবে পরিত্যক্ত বাড়ির ক্ষেত্রে কোনও নজরদারি থাকে না, বলার কেউ থাকে না। সেখানেও এই বোর্ড ঝোলানো হবে। যাতে সাধারণের নজরে আসে।