রক্সি সিনেমা বিল্ডিংয়ের নিচে বেআইনি দখলদারি হটাতে যৌথ অভিযান চালালো কলকাতা পুলিশ এবং পুরসভা।সিল করে দেওয়া হলো ১৩টি দোকান। কলকাতা পুরসভা সূত্রে খবর, রক্সি সিনেমা হলের নিচে বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। আদালতের নির্দেশে মেনেই রক্সি বিল্ডিং এই অভিযান বলে খবর কর্পোরশন সূত্রে। ১৩ টি দোকানের সাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। তালাগুলি সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কর্পোরেশন সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুসারে সেপ্টেম্বরে নোটিশ দেওয়া হয় দোকানদারদের অন্যত্র সরে যেতে। ৭ দিন সময় দিলে ও কেটে গেছে কয়েক মাস। কলকাতা পুলিশকে পৌরসভার স্পেশাল কমিশনারের চিঠি লেখেন সম্প্রতি। সেই অনুসারে শনিবার পর্যাপ্ত পুলিশ বাহিনী সহায়তা নিয়ে দোকানগুলি বন্ধ করা হয়।


