কলকাতা

বকেয়া রয়েছে ১৮ বছরের বিনোদন কর! সিএবি-কে চিঠি দিল কলকাতা পুরনিগম

সিএবি-র কাছে বিপুল পরিমাণ বিনোদন কর বকেয়া রয়েছে কলকাতা পুরনিগমের ৷ আর সেই বকেয়া পরিশোধ করতে সিএবি-কে সম্প্রতি চিঠি পাঠিয়েছে পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ সেই সঙ্গে বকেয়া টাকার ‘ডিমান্ড’ও পাঠানো হয়েছে সিএবি দফতরে ৷ জানা গিয়েছে, গত ১৮ বছর ধরে কোনও বিনোদন কর দিচ্ছে না সিএবি ৷ জমতে-জমতে সেই করের পরিমাণ প্রায় ৮ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তা-ও কোনও জরিমানা ছাড়া ৷ তাই এবার সিএবি কর্তৃপক্ষকে পুরো টাকা মেটানোর কথা বলে চিঠি পাঠিয়েছে পুরনিগম ৷ উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগম তাদের কোষাগারের হাল ফেরাতে, বিভিন্ন দফতরের একাধিক খাতের বকেয়া কর আদায় করতে নেমেছে ৷ সেই সূত্রে, গতবছরের শেষের দিকে এই বিনোদন কর মেটানোর জন্য সিএবি-কে চিঠি দিয়ে সতর্ক করা হয় ৷ তারপরেও কোনও কাজ না-হওয়ায় বকেয়া পরিশোধের পথ খুঁজতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ প্রস্তাবে সাড়া দিয়েই পুরনিগমের কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় বসে সিএবি কর্তৃপক্ষ ৷ তবে, সেই আলোচনায় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর ৷ সেখানে সিএবি কর্তারা দাবি করেন, তাঁদের এমন কোনও কর মেটানোর বিষয় নেই ৷ কিন্তু, তা সত্ত্বেও ২০০৭ সাল থেকে পুরনিগম ‘ডিমান্ড’ পাঠিয়ে চলেছে ৷