কলকাতা

রাজ্য জুড়ে কুয়াশার দাপট! নামছে পারদ

উত্তুরে হাওয়া বইতেই রাজ্যে ফিরল ভরপুর শীতের আমেজ। উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী এই চার জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে চলে আসবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই।শীতের আমেজ অনেকটাই বাড়ল। শুরুতেই হু হু করে নামছে শীতের পারদ । কলকাতায় ১৮ ডিগ্রির নীচে নামলো পারদ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। আগামী ৩- ৪ দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ।