কলকাতা

সাতসকালে সল্টলেকে ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে ইডি হানা

সাতসকালে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালায় ইডির ৪টি দল। গোয়েন্দাদের দুটি দল সল্টলেকের দু জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে যায়। অন্য দুটি দল কলকাতার অন্য জায়গায় তল্লাশি চালায়। সূত্রের খবর, অমিত আগরওয়াল এক ব্যবসায়ী। বছরখানেক আগে একটি তদন্তকারী দল এই বাড়িতে সারাদিন তল্লাশি চালিয়েছিল। সিজিও কমপ্লেক্স থেকে তিনটি গাড়ি বেরিয়ে আলাদা আলাদা জায়গায় তল্লাশিতে বেরোয়। এইচ বি ১৬৫-এ হাতে নোটিস নিয়ে ঢোকে এক ইডির টিম। ইডির দ্বিতীয় টিম সেক্টর ফাইভে সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চাল্লাচ্ছে বলে খবর।সূত্রের খবর, অফিসটি মূলত মোটর পার্টস এর।তবে কোন মামলায় ইডি এই অভিযান তা এখনও জানা যায়নি। মূলত, ঝাড়খণ্ডের বাসিন্দা এই অমিত আগরওয়ার। বিগত ১ বছরে এই নিয়ে তিনবার অভিযান চালিয়েছেন তদন্তকারী অফিসাররা। তবে যে ব্যবসায়ীর খোঁজে তল্লাশি তার সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে ভিনরাজ্যে সেনাবাহিনীর একাধিক জমি অবৈধভাবে বাজেয়াপ্ত করার অভিযোগ রয়েছে। গড়িয়াহাটে এই ব্যবসায়ীর ফার্মেসিতেও অভিযান চালানো হয়েছে।