কলকাতা

নিউটাউনে চালু হল দেশের প্রথম অত্যাধুনিক  আন্ডারপাস

তিলোত্তমার মুকুটে নতুন পালক। চালু হল কলকাতার প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাস। নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে নব নির্মিত আন্ডারপাস উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। এটা হল দেশের প্রথম দোতলা  আন্ডারপাস। এদিন উপস্থিত ছিলেন হিডকোর এম ডি তথা এনকেডিএ এর চেয়ারম্যান দেবাশীষ সেন সহ হিডকো ও এনকেডিএ আধিকারিকরা। সল্টলেকের দিক থেকে টাটা ক্যান্সার হাসপাতালে যাওয়ার রাস্তায় ঠিক বিশ্ব বাংলা গেটের নিচে এই আন্ডার পাস করা হয়েছে। এর ফলে যানজট অনেকটাই কমবে। দীর্ঘক্ষণ যানজটে গাড়ি দাঁড়িয়ে যাবে না বলে অভিমত বিধাননগর কমিশনারেটের। জানা গিয়েছে, ২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করা হয়। এই আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট ও বিমানবন্দরগামী যানবাহনগুলির যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক এবং করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুল তীর্থ এবং ইউনিটেকের থেকে আসা গাড়ি এবং দু-চাকার বাইকের জন্য করা হয়েছে। অন্যদিকে, আন্ডারপাসের দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের ঠিক ৮ মিটার নিচে তৈরি করা হয়েছে। এই স্তর দিয়ে প্রধানত পথচারীরা হাঁটাচলা করতে পারবেন।