কলকাতা

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও । রৌদ্রজ্বল রবিবারে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে । ইতিমধ্যেই দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করেছে।