জেলা

মুখ্যমন্ত্রীর এজেন্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ হাইকোর্টের, ৯ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না সিবিআই

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ হাইকোর্টের। আগামী ৯ নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যাতে তাঁকে গ্রেপ্তার না করা হয় তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি ছিল বুধবার। সেখানেই কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা সকলেই নন্দীগ্রামে রয়েছেন। সেখানে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছেন তাঁরা। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত সুফিয়ানকে গ্রেপ্তার করা হবে না।কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের সওয়ালের বক্তব্যকে মান্যতা দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রবীন্দ্রনাথ সামন্ত। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির রয়েছে। ততদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শেখ সুফিয়ানকে গ্রেপ্তার করতে পারবে না।