দেশ

সারফেস-টু-সার্ফেস ব্যালাস্টিক মিসাইল ‘অগ্নি ৫’-এর সফল উৎক্ষেপণ

বুধবার ভারত সফলভাবে অগ্নি-৫ পরীক্ষা করেছে। এটি একটি সারফেস-টু-সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সঠিকভাবে ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।  অগ্নি-৫, যা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা I CBM-এর

বিভাগে পড়ে, সেটি ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সন্ধ্যা ৭:৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয়।  ক্ষেপণাস্ত্রটি একটি তিন-পর্যায়ের কঠিন জ্বালানী ইঞ্জিন ব্যবহার করে এবং খুব উচ্চ মাত্রার নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।