কলকাতা

‘দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর থেকে শেখা উচিত’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

 ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষার রিপোর্টে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের নাম থাকলো কলকাতার । এই নিয়ে দ্বিতীয়বার কলকাতাই ভারতের সবচেয়ে নিরাপদ শহর। শুধুমাত্র নিরাপদ শহরই নয়, NCRB-র সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, ২০২১ সালে কলকাতায় অপরাধের গড় পরিমাণও একেবারে অনেকটাই কমে গিয়েছে। ১০৯.৯ থেকে আইপিসি ধারায় রুজু মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯২.৬। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার এই সাফল্য তুলে ধরে জানানো হয়েছে, “একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর অনেক কিছু শেখার আছে!” টুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে,”NCRB সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, কলকাতা হল দেশের সবচেয়ে নিরাপদ শহর, এই নিয়ে টানা দ্বিতীয়বার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর মনিটরিং এবং পুলিশ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এটি সম্ভব হয়েছে। একমাত্র নারী মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর শেখার আছে অনেক কিছু!”