কলকাতা

অন্তঃপুরেই রথযাত্রা পালন কলকাতা ইসকনের

কলকাতাঃ ইসকনের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঘুম ভাঙানো হবে। তারপর স্নান করিয়ে তাঁদের নতুন কাপড়, অলঙ্কারে সাজানো হবে। সকাল সাড়ে ৭টা নাগাদ হবে আরতি। ৮টায় দেওয়া হবে ৫৬ ভোগ। তারপর বিগ্রহকে উপরতলার মূল সিংহাসন থেকে নামিয়ে নীচের হলঘরে বসানো হবে। সেই মতো মন্দিরের নীচের হলেই সাজানো হয়েছে জগন্নাথের মাসির বাড়ি। সেখান থেকে ৯দিন পর উল্টোরথে প্রভু ফিরবেন নিজের বাড়িতে, অর্থাৎ মূল সিংহাসনে। মুখপাত্র রাধারমন দাস জানিয়েছেন, অন্যান্য বছরের মতো রথযাত্রা পালন করা না-হলেও নিয়ম-রীতি সবই মানা হচ্ছে। কিন্তু চার দেওয়ালের অন্দরে। ঘরে বসেই কলকাতা ইসকনের ‘রথযাত্রা’ চাক্ষুষ করবেন ভক্তরা। উৎসাহীদের জন্য তাদের ওয়েবসাইট এবং ফেসবুকে লাইভ সম্প্রচার হবে।