রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২ রানে হারিয়ে টানা দু ম্যাচে জয় পেল কেকেআর। প্রথমে ব্যাটিং করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ১৬৪ তুলেছিল। কিংসরা জবাবে ১৬২-র বেশি তুলতে পারেনি। কেকেআরের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত সূচনা করে দেন দুই কিংস ওপেনার লোকেশ রাহুল (৫৮ বলে ৭৪) ও মায়াঙ্ক আগারওয়াল (৩৯ বলে ৫৬)। দুজনে ওপেনিং জুটিতেই ১১৫ তুলে দিয়েছিলেন। এরপর মায়াঙ্ক আগারওয়াল আউট হতেই ছন্দপতন। পরপর মিডল অর্ডারে ধস নামে। একের পর এক আউট হয়ে যান নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং, কেএল রাহুলরা। টানটান ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রীতি জিন্টার দলের ১৪ রান প্রয়োজন ছিল। ম্যাক্সওয়েল নারিনকে জোড়া বাউন্ডারি হাঁকালেও ১১-র বেশি তুলতে পারেননি। ম্যাড ম্যাক্স শেষ পর্যন্ত ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। এদিন টসে জিতে কেকেআর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আগের ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠি এদিন রান না পেলেও, অন্য ওপেনার শুভমান গিল ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে যান। ব্যাটে ফর্ম ফিরে পেয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিকও। ২৯ বলে এদিন ২০০ স্ট্রাইক রেটে ৫৮ করে যান তিনি। মর্গ্যান ২৩ বলে ২৪ করেছেন। রাসেল আবার ব্যর্থ। ৩ বলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। কেকেআরের বোলিংয়ে এদিন নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ। কিংসদের তিন জনকে আউট করেন তিনি।