কলকাতা

Budget 2024 : বাজেটে ৫০% বাড়ল এয়ারপোর্ট-মেট্রোর বরাদ্দ

সাধারণ বাজেটে ৫০ শতাংশ বাড়ল নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের (ভায়া রাজারহাট)। তবে গতবারের থেকে বরাদ্দ কমল জোকা-এসপ্ল্যানেড মেট্রো। কম টাকা পাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডও (কেএমআরসিএল)। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডর – ভায়া রাজারহাট নির্মাণকাজের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যা আরও বাড়িয়ে ১ হাজার ৭৫০ কোটি টাকা করা হয়েছে। আর নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে ১ হাজার ৭৯১.৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ গতবারের বাজেটের থেকে বরাদ্দের অঙ্কটা বেড়েছে ৫৯১.৩৯ কোটি টাকা। শতাংশের নিরিখে বরাদ্দ বেড়েছে ৪৯.২৮।  ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল কেএমআরসিএল। সেই সংস্থাকে এবারের বাজেটে ৯০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতবার বাজেটে ১,০০০ কোটি দেওয়া হয়েছিল। যদিও এখন সেটা সংশোধন করে ৯০৬ কোটি টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ গতবারের বাজেটের থেকে ৯.৪ শতাংশ কমেছে বরাদ্দ।