জেলা

যাত্রীদের জন্য সুখবর, দমদম ক্যান্টনমেন্টে মেট্রোর স্টেশন

কলকাতা মেট্রো লাইনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন। রবিবারই বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো রেল জানায়, মেট্রো পরিষেবার ম্যাপে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই স্টেশনটি। বিমানবন্দর হয়ে নোয়াপাড়া-বারাসত মেট্রো রুটটিই গিয়ে যুক্ত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সঙ্গে। ইতিমধ্যেই এই রেল স্টেশন লাগোয়া মেট্রো স্টেশনটি তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। এর ফলে পূর্ব রেলের সঙ্গে মিশে যাবে মেট্রো লাইন। অর্থাৎ যাঁরা বনগাঁ, বসিরহাট, টাকি কিংবা হাসনাবাদ থেকে শিয়ালদহ শাখায় যাতায়াত করেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অনেক কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ওই যাত্রীরা।

দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো নোয়াপাড়া যাবে। সেখানে থেকে দক্ষিণেশ্বর এবং দমদম লাইন দুই দিকেই মেট্রোতে যাওয়া যাবে। এর পাশাপাশি বারাসত থেকে বিমানবন্দর মেট্রোর লাইনের কাজ দ্রুত গতিতে চলছে। নিউ ব্যারাকপুর পর্যন্ত কাজ শুরু হয়ে গিয়েছে। বিমানবন্দর থেকে মেট্রো সরাসরি মিলিত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ফলে বিমানবন্দর থেকে আসা যাত্রীদের এক্ষেত্রে বিপুল লাভ হবে। কোনও যাত্রী যদি বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা যেতে চান, তাহলে তিনি মেট্রো ধরে সরাসরি দমদম ক্যান্টেনমেন্ট হয়ে নোয়াপাড়া, দমদম লাইনে মেট্রোতে দক্ষিণ কলকাতার গন্তব্য স্টেশনে পৌঁছে যেতে পারবেন।