কলকাতা

বর্ষবরণের রাতে চলবে বাড়তি মেট্রো

বর্ষবরণের রাতে সুখবর। বাড়ি ফেরার জন্য 9 টা 40 মিনিটেরও পরেও মিলবে পরিষেবা । যার জন্য লাগবে না বাড়তি ভাড়া । 31 ডিসেম্বর রাতে দু’দিক মিলিয়ে থাকছে আরও 6টি অতিরিক্ত মেট্রো। তবে সেসব ছাড়বে দক্ষিণেশ্বর থেকে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য থাকছে তিনটি নতুন মেট্রো । দক্ষিণেশ্বর থেকে 9.48 মিনিট, 10.03 মিনিট এবং 10.18 মিনিটে ছাড়বে কবি সুভাষ যাওয়ার জন্য মেট্রো । অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য মেট্রো ছাড়বে 09.55 মিনিট, 10.10 মিনিট এবং 10.25 মিনিটে । প্রতিটি মেট্রোর মধ্যে থাকবে 15 মিনিটের বিরতি । হাতে আর মাত্র দু’দিন ৷ তারপরই শেষ 2024। বর্ষবরণ উপলক্ষে একাধিক পরিকল্পনা থাকে শহরবাসীর। জেলা থেকেও বহু মানুষ শহরে এসে ছুটি কাটান। সারা শহর ঘুরে, পার্কস্ট্রিটের আলোকসজ্জা দেখতেও ভিড় জমান বহু মানুষ । কিন্তু বাড়ি ফেরার চিন্তা থাকে সকলের মনে । সেই চিন্তা কাটাতেই কলকাতা মেট্রো দশটার পরেও এই পরিষেবা চালু রাখছে । তবে এই তিনটে মেট্রোর পরেও 10.40 মিনিটে থাকছে আরেকটি মেট্রো । কিন্তু সেই মেট্রোতে উঠতে গেলে লাগবে বাড়তি দশ টাকা । তবে ব্লু লাইন ছাড়া গ্রিন, অরেঞ্জ এবং পার্পেল লাইনে কোনও বদল আসবে না ।