আপ প্ল্যাটফর্মের কলামে ক্র্যাক। যাত্রী নিরাপত্তায় আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। একই ভাবে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো। অতি বৃষ্টির কারণে কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে এই ক্র্যাক দেখা গিয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে আপাতত কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো যাবে না বা কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে না। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার কবি সুভাষ স্টেশনে বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা যায়। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে কবি সুভাষ স্টেশন থেকে পরিষেবা দেওয়া হচ্ছে না। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে আপ এবং ডাউনে মেট্রো চলছে। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করে আবার কবি সুভাষ থেকে গাড়ি চালানো হবে।


