আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ৷ এই অভিযোগে গ্রেফতার করা হল এক কলেজ ছাত্রীকে ৷ তাঁর নাম প্রীতি শর্মা (২৩) ৷ তাঁকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ । আজ ধৃত ছাত্রীকে শিয়ালদা আদালতে তোলা হবে ৷ জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ওই কলেজ ছাত্রী প্রশ্ন তোলেন এবং পাশাপাশি নিজের ফেসবুকে হ্যান্ডেলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ । এই বিষয়টি নিয়ে তালতালা থানায় কোনও ব্যক্তি অভিযোগ করেন ৷ এরপরেই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ ওই পড়ুয়ার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ তাঁর বাড়ির খোঁজ পায় ৷ পুলিশ জানতে পারে, প্রীতি শর্মা লেকটাউনের বাসিন্দা ৷ তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেছেন । তারপরেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই তরুণীকে গ্রেফতার করে ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,”আমরা প্রত্যেককে আহ্বান করছি যে, যদি কারোর কাছে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার কোনও রকমে তথ্য থাকে, তারা যেন পুলিশের কাছে এসে সেই তথ্য দেয় । কিন্তু দেখা যাচ্ছে, বাস্তবে এমনটা হচ্ছে না ৷ যে যার মতো সোশাল মিডিয়ায় আরজি কর-কাণ্ড মিয়ে মন্তব্য করছে ৷ আর তার ফলে তদন্তে প্রভাব পড়ছে ।” গত কয়েক সপ্তাহ ধরে আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল সারাদেশ । হাসপাতালে ভাঙচুরের ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে আরজি কর-কাণ্ডে এই ঘটনায় সোশাল মিডিয়ায় বারংবার সতর্ক করা হচ্ছে ৷ বলা হচ্ছে, আরজি কর-কাণ্ডে কোনও রকমে গুজব না ছড়াতে । এই গুজবের জন্যই তদন্ত প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে এবং বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সমাজে । তবে তাও বিভিন্ন ব্যক্তি তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য করছেন বলে পুলিশের তরফে জানা গিয়েছে । আরজি কর-কাণ্ডে মৃত নির্যাতিতার নাম প্রকাশ করায় ইতিমধ্যেই শহরের দুই চিকিৎসক সহ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুলিশ । এছাড়াও রাজ্যসভার সাংসদ তৃণমূলের সুখেন্দু শেখর রায়কে লালবাজারে ডেকে পাঠানো হয় ৷ তিনি আরজি কর-কাণ্ডে কলকাতার নগরপালের গ্রেফতারির দাবিতে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডে সোশাল মিডিয়ায় উপর কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ । কেউ কোনও রকমের অপ্রীতিকর মন্তব্য করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে লালবাজার । সেই অবস্থান থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করায় এবার ওই কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হল ।