কলকাতা

ডেঙ্গিতে মৃত কলকাতা পুলিশের এএসআই

রাজ্যে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। শনিবার ভোরে ডেঙ্গিতে প্রাণ গেল কলকাতা পুলিশের এক এএসআইয়ের। নিহত পুলিশকর্মীর নাম উৎপল নস্কর। বয়স ৫৪ বছর। লালবাজারে কর্মরত ছিলেন তিনি। বাঁশদ্রোণী এলাকায় ফ্ল্যাটে থাকতেন। জানা গেছে, গত রবিবার জ্বর আসে তাঁর। সোমবার চিকিৎসকের কাছে যান। তিনি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। এরপর রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার মোমিনপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার ভোর পাঁচটা নাগাদ তিনি মারা যান।  এদিকে, স্বাস্থ‌্যদপ্তরের তথ‌্য বলছে, রাজ্যে চলতি সপ্তাহে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ‌্যা ৪২ হাজার ৬৬৬ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ১২৭ জন। এদের মধ্যে ১৫.৯ শতাংশ জটিল সমস‌্যায় ভুগছেন। এদিকে, ডেঙ্গি মশা মারার জন‌্য গাপ্পি মাছ চাষ করতে ৪ কোটি ৫১ লক্ষ ৬৭ হাজার ৩৭৯ টাকা স্বাস্থ‌্যদপ্তর বরাদ্দ করেছে। স্বাস্থ‌্যভবন সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিং– এই ছয় জেলাই মূলত দুশ্চিন্তার কারণ প্রশাসনের কাছে।