কলকাতা

করোনাকে জয় করে কাজে যোগ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

করোনাকে জয় করে কাজে যোগ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বুধবার প্রায় তিন সপ্তাহ বাদে করোনা থেকে সুস্থ হয়ে লালবাজারে নিজের দফতরে এসে কাজে যোগ দিলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর অনুজের দেহে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যায়, কিন্তু তাঁর অত্যন্ত মৃদু উপসর্গ থাকার কারণে তিনি বাড়িতেই ছিলেন। তবে চিকিত্‍সকদের কড়া নজরদারিতে ছিলেন অনুজ। বাড়িতে থেকেই তিনি চিকিত্‍সকদের পরামর্শ নিয়ে একেবারে সুস্থ হয়ে উঠেছেন। এদিন নিজের দফতরে যোগ দিয়ে টুইট করে সেই ছবি দেন কলকাতার পুলিশ কমিশনার।

https://www.facebook.com/anujsharmaips91/photos/a.1244434465661003/2998373856933713