কলকাতা

‘কাজ নেই, আত্মহত্যা করছি’, ফোন পেয়ে যুবককে বাঁচাল কলকাতা পুলিস

আমাকে চাকরি দিন, না হলে আত্মহত্যা করছি’! ১০০তে ডায়াল করে ফোন লালবাজারে। যুবকের কীর্তিতে হকচকিয়ে গিয়েছিলেন পুলিস আধিকারিকরা। শেষপর্যন্ত অবশ্য আত্মঘাতী হওয়ার আগেই বাঁচানো গিয়েছে ওই যুবক। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ কলকাতার আলিপুর থানার আধিকারিকরা। আত্মঘাতী হওয়ার আগেই পুলিশ বাঁচাল যুবককে। এদিকে ফোন পাওয়ার পর নিউ আলিপুর থানাকে বিষয়টি জানান লালবাজারে কর্তারা। মোবাইল ফোনের সূত্রে ১৯, আলিপুর রোডে ওয়াসিম খানের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিস। বাড়ির দরজা ধাক্কা মেরে বের করে আনা হয় তাঁকে। কাউন্সেলিং-র জন্য নিয়ে যাওয়া হয় থানায়। করোনা পরিস্থিতিতে লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। চাকরি হারিয়ে পেশাও বদল করতে হয়েছে অনেককে। সেই অবসাদে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন অনেকে। আত্মহত্যা রুখতে হাত বাড়িয়েছেন বহু মানুষ। বহু মানুষ শুরু করেছে কাউন্সিলিংও।