কলকাতা

ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফের তল্লাশি অভিযানে মিলল জামতাড়ার অস্ত্র কারখানার হদিশ

কলকাতা পুলিশের এসটিএফের তল্লাশি অভিযানে মিলল অস্ত্র কারখানার হদিশ। দুদিন আগে সিঁথি চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্র কারখানার খোঁজ পায় এসটিএফ। শুক্রবার জামতারার মিহিজাম এলাকায় তল্লাশি চালায় এসটিএফ। সূত্রে খবর, গত ১৩ অক্টোবর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা মোহাম্মদ ইমতিয়াজ নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে সিঁথির মোড় এলাকা থেকে গ্রেফতার করে । তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক উন্নতমানের আগ্নেয়াস্ত্র এবং বিশেষ করে একটি অত্যাধুনিক কারবাইন। তাকে জেরা করে জানা যায়, জামতাড়ার সঠিক কোন কারখানা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি বানানো হয় এবং কারা বরাত দেয় । কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল জানিয়েছেন, ধৃতকে জেরা করে ঝাড়খণ্ডের জামতাড়ার একটি অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায় । দেরি না করে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট কোর্সের একটি ইউনিট রাতে গিয়ে পৌঁছয় ঝাড়খণ্ডের জামতাড়ার সেই অস্ত্র কারখানায় । এই ঘটনায় বেশ কয়েকজনকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা । পাশাপাশি সংশ্লিষ্ট কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র বানানোর একাধিক অত্যাধুনিক সরঞ্জাম, মেশিন, লেদ মেশিন এবং পাইপ-সহ বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের আধিকারিকরা । লালবাজার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে এখনও কলকাতা পুলিশের একটি প্রতিনিধি দল রয়েছে এবং এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে রীতিমতো জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারে গোয়েন্দারা ।