দেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে ঢুকে পড়ল সাপ

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাড়িতে সাপ ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। নিরাপত্তায় থাকা আধিকারিকরা রীতিমতো হতভম্ব হয়ে যান। যদিও জানা গিয়েছে পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নির্বিষ প্রজাতির। পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’, বাংলায় যাকে জলঢোঁড়া বলে।
গায়ে ডোরাকাটা দাগ থাকা সাপটিকে দেখা মাত্রই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বন্যপ্রাণ বিভাগে। দ্রুত বন্যপ্রাণ বিভাগের দু’জন কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি নিরাপত্তা আধিকারিকদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গিয়েছে। বন্যপ্রাণ বিভাগের এক কর্তা জানিয়েছেন, ‘‌কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের ধন্যবাদ। তাঁরা নিজেরা কোনও হঠকারি সিদ্ধান্ত না নিয়ে আমাদের খবর দিয়েছেন।’‌ দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্ষার মরসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এরকম ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে