করোনা বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার শহরে কব্জির জোর দেখাল গেরুয়া বাহিনী। সোমবার পশ্চিমবঙ্গ বাঁচাও নাম দিয়ে মশাল মিছিলের ডাক দেয় বঙ্গ বিজেপি। কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না। স্বাভাবিকভাবেই পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। পথে নামা বিজেপি নেতাদের কারও মুখে মাস্ক ছিল না। সেই তালিকায় জয়প্রকাশ মজুমদারও ছিলেন। বিকেলের দিকে ভবানীপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ-এ পশ্চিমবঙ্গ বাঁচাও নাম দিয়ে মশাল মিছিলের ডাক দেয় রাজ্য বিজেপি। ভবানীপুর ও সেন্ট্রাল অ্যাভিন্যুর রাস্তা ধরে মিছিল এগোতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। বিজেপি নেতা-কর্মীরা আগ্রাসী হয়ে ওঠেন ব্যারিকেড ভেঙে তারা এগোতে যান। শুরু হয় ধস্তধস্তি। দেখা গিয়েছে, অনেককেই ব্যারিকেড টপকাতে। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। কলকাতা পুলিশের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।