কলকাতা

ঈদের দিন শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী, বসছে কয়েকশো পুলিশ পিকেট

ইদের দিন নিরাপত্তার কথা মাথায় রেখে শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। বসছে কয়েকশো পুলিশ পিকেট। সম্ভবত শনিবার পালিত হচ্ছে ইদ। তবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপরে। ওইদিন নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতায় মোতায়েন করা হচ্ছে সাড়ে তিন হাজার পুলিস। বিভিন্ন জায়গায় থাকবে ৩৪৬ পুলিশ পিকেট। এছাড়াও শহরের অলিগলিতে টহল দেবে ৫৬টি বাইক প্যাট্রোলিং বাহিনী। সঙ্গে থাকবে ১৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। প্রতিবছর রেড রোডে ইদের সবচেয়ে বড় জামাত হয়। এছাড়াও শহরের অধিকাংশ মসজিদে হয় ইদের নামাজ। এছাডা়ও ছোটখাটো মাঠেও অনুষ্ঠিত হয় ইদের নামাজ। লালবাজার সূত্রে খবর, ইদের দিন শহরের ৬৭৮টি জায়গায় ইদের নামাজ হবে। ডেপুটি কমিশনার-সহ কলকাতা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা নিজেদের এলাকায় নজরদারি চালাবেন। থাকবে পিসিআপ ভ্য়ান ও কিআরটি। গত বছরের মতো এবারও ইদের দিন রেড রোডে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে লালবাজার।