কলকাতা

ফেক নিউজ ছড়িয়ে পড়া রুখতে কলকাতা পুলিশের নয়া পদক্ষেপ

ভোটের ফলে দেখা গেছে যে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার শাসনভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিস্তীর্ণ অংশ থেকে রাজনৈতিক প্রতিহিংসার খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে কিছু ব্যাক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে কিছু খবর বা ভিডিও সোশ্যাল মাধ্যম গুলিতে ছড়িয়ে দেওয়ার পরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই তথ্য ও পাওয়া গেছে সোশ্যাল সাইটে ফেক ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ভোটের পরবর্তী সময়ে বীরভূমে দুই মহিলার ধর্ষণের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বীরভূম জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে এই তথ্যকে সম্পূর্ণ নস্যাত্‍ করেছেন। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজনৈতিক হিংসা রোধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ ফেক ভিডিও ছড়িয়ে পড়া রোধে পদক্ষেপ করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ছবি আপলোড করা হয়েছে যেখানে নাগরিক সমাজের কাছে ফেক নিউজের কোনো খবর থাকলে তা তত্‍ক্ষণাত্‍ কলকাতা পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। ফেক নিউজের খবর জানানোর জন্য [email protected] এই ইমেল আইডি ও ০৩৩২২১৪৩০০০, ৯৮৩৬৫১৩০০০ এই দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছে। হিংসা রোধে কলকাতা পুলিশের এই পদক্ষেপ দৃষ্টান্তমূলক।