কলকাতা জেলা

নিম্নচাপ সরলেও কয়েকটি দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

আকাশের মুখ মেঘে ঢাকা থাকলেও ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ শক্তি হারিয়ে সেটি বর্তমানে পূর্ব-উত্তরপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে ৷ তবে মৌসুমী অক্ষরেখা এখন পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমবে ৷ তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ আজ, বৃহস্পতিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ৷ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা ৷ কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ৷ তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে ৷ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি কমতে শুরু করেছে । আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ শুক্রবার থেকে বৃষ্টি কমবে ৷ এর ফলে অস্বস্তি আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে ৷ সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দুই এক পশলা সামান্য সম্ভাবনা থাকবে দক্ষিণের দু-একটি জেলায় ৷