বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বার হওয়ার পরে পরে পদ্মশিবির বাংলায় পাঠিয়ে দিয়েছে Fact Finding Team। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আবার এই টিমকে BJP Protection Committee বলে চিহ্নিত করেছেন। সেই টিম বাংলায় এসেই দাবি তোলা শুরু করেছে যে, এখানে নাকি এমন পরিস্থিতি তাতে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা জারি করতেই হবে। এই অবস্থায় সেই টিমের তো বটেই, খোদ দলের মুখ পুড়িয়ে বসলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করাতে হবে ৩৫৫ লাগবেই। এ ছাড়া কোনও পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়। কী করে করাতে হয় তা আমি জানি।’ শুভেন্দু কার্যত তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করেই নিলেন বাংলার বুকে যত অশান্তির ঘটনা ঘটে চলেছে বা আগামী দিনে যে সব অশান্তির ঘটনা হতে চলেছে তার সবকিছুই বিজেপি করাচ্ছে বা তিনি নিজে তা করাচ্ছেন। তৃণমূল তো বটেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বার বার বলে আসছেন যে বাংলায় নানা জায়গায় নানা ইস্যুতে যে সব অশান্তি ছড়াচ্ছে তা কার্যত বিজেপির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এবার শুভেন্দু কার্যত তৃণমূলের সেই দাবিকেই মান্যতা দিয়ে দিলেন। তিনি বেফাঁস হয়ে এই মন্তব্য করেছেন নাকি জেনেশুনে বুজে বিজেপির নাক কান কাটার অভিপ্রায় নিয়ে এই কথা বলেছেন সেটা চর্চার বিষয় তো বটেই, খতিয়ে দেখারও বিষয়। বিজেপির ঘাড়েই যাবতীয় অশান্তির দায়ভার চাপিয়ে দিয়েছেন। নিজেও জানিয়েছেন তিনি অশান্তি ছড়িয়ে দেবেন বাংলায় যা দেখিয়ে ৩৫৬ বা ৩৫৫ ধারা লাগু করানোর চেষ্টা করবে বিজেপি। শুভেন্দুর এই সাক্ষাৎকারের ভিডিও এদিন সকালেই ট্যুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি দাবি তুলেছেন, শুভেন্দু যেভাবে স্বীকার করে নিয়েছেন যে বিজেপি ও তিনি বাংলায় অশান্তি ছড়াচ্ছেন ও আগামী দিনে ছড়াবেন তাতে তাঁকে ও তাঁর ষড়যন্ত্রের সঙ্গীদের এখনই গ্রেফতার করতে হবে। কার্যত বঙ্গ বিজেপিরও অনেক নেতার মাথায় হাত পড়ে গিয়েছে শুভেন্দুর এই বক্তব্য শুনে। অনেকেই মনে করছেন যেহেতু নারদা ও সারদা কাণ্ডে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তাই শুভেন্দুও এবার বিজেপির ওপর পাল্টা চাপ তৈরি করে দিলেন তাঁদের বাংলায় অশান্তি ছড়ানোর ভিলেন বানিয়ে দিয়ে।