আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকরা ওইদিন কলকাতায় ভিড় জমাবেন। ঠিক সেদিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। আজই রেলের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ রেলের তরফে জানানো হয়েছিল বাতিল ট্রেনের তালিকাও৷ রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে উল্লেখ করে X হ্যান্ডেলে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, ‘রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে৷ তালিক দীর্ঘ৷ এই চক্রান্তের তীব্র নিন্দা করছি৷ এভাবে তৃণমূলকে থামানো যাবে না’৷ আর তার পরই সিদ্ধান্ত বদল রেলের। এরপরেই অবশ্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দেন, ‘‘ব্লক বাতিল করা হচ্ছে। শিয়ালদহ ডিভিশন সাথে কথা হয়েছে। ব্লক তুলে নেওয়া হচ্ছে। তবে ওই দিন সাহায্যের জন্য আমাদের কাছে চিঠি আসেনি ওই রাজনৈতিক দলের থেকে। আমরা যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করছি।” তিনি এও জানান দেন শনি এবং রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনও লোকাল বাতিল হচ্ছে না বলেই জানালেন পূর্ব রেলের সিপিআরও।