জেলা

‘সিল করা বাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি’ সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ লালন শেখের স্ত্রীর

বকটুই কাণ্ডের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই লালন শেখের বাড়ি সিল করে দিয়েছিল। সেই সিল করা বাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে বলে এবার অভিযোগ করলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে চুরির অভিযোগ দায়ের করেছেন রেশমা। প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাবস্থায় গত সোমবার রহস্যজনক ভাবে মৃত্যু হয় বকটুই কান্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের। সেই ঘটনার পর দিন মঙ্গলবার আদালতের নির্দেশে লালন শেখের সিল করা বাড়ি খুলে দিতে উদ্যোগী হয় সিবিআই। কিন্তু সিল খুললেও সিবিআই আধিকারিকরা জানান, তাঁরা চাবি হারিয়ে ফেলেছেন। যদিও লালনের স্ত্রী বাড়ির চাবির দাবিতে অনড় থাকেন। শেষে গেট ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায় লালনের বাড়ি সম্পূর্ণ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স, টিভি, ফ্রিজ সহ একাধিক মূল্যবান সামগ্রী বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন রেশমা বিবি। এছাড়াও বাড়ির ভিতরে থাকা আলমারির লকার ভেঙে নগদ লক্ষাধিক টাকা চুরি করা হয়েছে বলেও অভিযোগ করেন লালনের স্ত্রী। এইসমস্ত জিনিস চুরির অভিযোগে অবশেষে শনিবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি।