কলকাতা

আগামীকাল বিজেপি-র নবান্ন অভিযানের অনুমতি দিল না লালবাজার

কলকাতাঃ আগামীকাল বিজেপি-র নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ ৷ নবান্ন ঘেরাওয়ের অনুমতি চেয়ে বিজেপি নেতৃত্ব লালবাজারে গেলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না ৷ প্রসঙ্গত রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি ৷ গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে বলে আগেভাগেই হুমকি দিয়েছিলেন অর্জুন সিং ৷ সেইমতো ৮ অক্টোবর নবান্ন অভিযান করার পরিকল্পনা করে বিজেপি-র যুব মোর্চা ৷ জানা যায় মোট ৪টি মিছিল করার কথা । প্রথম মিছিলটি বিজেপি-র সদর কার্যালয় থেকে বের হবে। এই মিছিলের নেতৃত্বে দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই মিছিলেই থাকবেন রাজ্যের বিজেপি সাংসদরা ।দ্বিতীয় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে। এই মিছিলটির নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার এবং রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তৃতীয় মিছিলটি শুরু হবে সাঁতরাগাছি থেকে। চতুর্থ মিছিল শুরু হবে বিজেপি-র নতুন অফিস হেস্টিং থেকে৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এছাড়া থাকবেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা ।যুব মোর্চার তরফে দলের ৩৯টি সাংগঠনিক জেলা থেকে বাসে করে লোক নিয়ে আসার ব্যবস্থা করা হয় । যুব মোর্চার সহ সভাপতি ও নবান্ন অভিযানের কনভেনার রাজু সরকার বলেছিলেন, পুলিশ বাধা দিলে বাঁধবে লড়াই । পুলিশ বাধা না দিলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেব ।