কলকাতা

লালবাজারের হাতে এবার অত্যাধুনিক রেডিও সেট

থানার সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা আরও মজবুত করতে হাই প্রযুক্তির রেডিও সেট চালু করতে চলেছে কলকাতা পুলিশ। এই ধরনের যোগাযোগের প্রযুক্তিকে বলে ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) টেকনোলজি। লালবাজার সূত্রের খবর, এই হাই ফ্রিকোয়েন্সির রেডিও সেট হাতে চলে এলে, পুলিশের নিজেদের মধ্যেই যোগাযোগ আরও দৃঢ় হবে। পাশাপাশি, এক থানা থেকে অন্য থানার যোগাযোগ ব্যবস্থা আরও পাকাপোক্ত হবে। লালবাজারের তরফে আরও জানা গিয়েছে, এই রেডিও সেট ব্যবহারের জন্য ১৫ কোটি টাকা খরচ হচ্ছে। ইতিমধ্যে ১ হাজার ২০০টি সিমের অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে বলে খবর। চলতি বছরের মাঝামাঝি নাগাদ ওই রেডিও সেটগুলি কলকাতা পুলিশের হাতে চলে আসার কথা।