দেশ

Lalu Prasad Yadav : বিহারে পালা বদল হতেই লালুকে ৯ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করল ইডি

প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন আরজেডি প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদব৷ সোমবার সকাল ১১টায় মেয়েকে সঙ্গে নিয়ে ইডি দফতরে এসেছিলেন লালু৷ তার পর থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ প্রসঙ্গত, জমির বদলে চাকরির মামলায় এদিন লালুকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী এ দিন সাংবাদিকদের বলেন, ‘যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের ডেকেছে, আমার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছি, সহযোগিতা করেছি৷ ওঁর (লালুপ্রসাদ যাদব) শরীরের অবস্থা ততটা ভাল না হওয়ায় নিজে চলাফেরা করতে পারেন না৷ কোথাও গেলে কাউকে তাঁর সঙ্গে যেতে হয়৷’