ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত ৬ জওয়ান। আজ মঙ্গলবার বিস্ফোরণটি ঘটে জম্মু ও কাশ্মীরের রাজৌরির পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘটনাটি ঘটে। আহত জওয়ানদের তড়িঘড়ি রাজৌরি সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। সেনা সূত্রে খবর, আজ সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোর্খা রাইফেলসের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেখানেই মাটিতে লুকনো ছিল ল্যান্ডমাইনটি। টহল দেওয়ার সময়ে এক জওয়ান ভুলবশত সেটার উপর পা দিতেই বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন অন্যান্য জওয়ানরাও। তাঁদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। এদিকে, এই হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বান্দিপুরে দুর্ঘটনার কবলে পড়ে একটি সেনার ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়। আহত হন তিন জন।