রবিবার সন্ধ্যা নাগাদ হঠাত্ই ভূমি ধস দেখা যায় দার্জিলিংয়ের রিংভিক অঞ্চলে। নিমেষেই বন্ধ হয়ে যায় একটা রাস্তা। তাড়াতাড়ি গাড়ি পিছনে সরাতে থাকেন পর্য়টক সহ এলাকার মানুষজন। ধসের মাটি পাথর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে নামতে থাকে। যা দেখে ভয় পেয়ে যান পর্যটকরা। যদিও এলাকার বাসিন্দাদের কাছে এই ঘটনা নতুন কিছু নয়। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ে ধস নামটাই স্বাভাবিক। তবে জানা গিয়েছে, এদিনের ধসে কোনও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। যানবাহন বা ধসে কোনও বাসস্থানের ক্ষতি হয়নি। তবে রাস্তা স্বাবাভিক হতে সময় লাগবে। যুদ্ধকালীন তত্পড়তায় কাজ শুরু করেছে প্রশাসন।