ভারি বৃষ্টির জেরে বিপত্তি মহারাষ্ট্রের একাধিক জেলায়। কোথাও ধস নেমে বন্ধ ট্রেন চলাচল, কোথাও বা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনাগুলো ঘটেছে রত্নগিরি ও রায়গড় জেলায়। সূত্রে খবর, সোমবার রত্নগিরি জেলায় রেললাইনের উপরেই ধস নামে। যার জেরে কঙ্কন রুটের ট্রেন চলাচল ব্যাহত। এখনও পর্যন্ত সাতটি ট্রেন বাতিল করা হয়েছে। পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেললাইনে ধসের পুনে এর্নাকুলাম এক্সপ্রেস, নেত্রবতী এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেস, নিজামউদ্দিন এর্নাকুলাম এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। রেললাইনের উপর থেকে পাথর, মাটি সরিয়ে পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকের মধ্যে রেললাইন পরিষ্কারের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে রায়গড় পুলিশ সূত্রে খবর, আজ সকালে আলিবাগ থেকে পানভেল যাওয়ার পথে যাত্রীবাহী একটি সরকারি বাস উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বাসটি রাস্তার খাদের ধারে উল্টে পড়ে। দুর্ঘটনায় ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।