জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জলস্তর বিপদসীমার উপরে উঠেছে। এজন্য শুক্রবার তিস্তায় হলুদ সঙ্কেত জারি করেছে সেচ দপ্তর। অন্যদিকে, প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত সিকিম। ধসে অবরুদ্ধ বিভিন্ন রাস্তা। ভেসে গিয়েছে সেতু। নর্থ সিকিমের ছাঙ্গু, লাচেন, চুংথান সহ বেশ কয়েকটি এলাকায় পর্যটকদের পারমিট বাতিল করেছে সিকিম সরকার। বহু পর্যটক বিভিন্ন জায়গায় আটকে আছেন। তাঁদের মধ্যে বাংলার বাসিন্দাও রয়েছেন।