দেশ

পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের শেষকৃত্য

তামিলনাড়ু চপার দুর্ঘটনায় নিহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে চোখের জলেই শেষ বিদায় জালান তাঁর শহর ভোপাল। পূর্ণ সামরিক মর্যাদায় বায়ু সেনার বীর জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার হেলিকপ্টারে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তিনি চপারের একমাত্র যাত্রী যাকে ৪ ডিসেম্বর চপার দুর্ঘটনার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর দুর্ঘটনায় তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। প্রথমে ওয়েলিংটন সেনা হাপাতালে তাঁর চিকিৎসা হয়। পরে আরও উন্নত চিকিৎসা পরিষেবার জন্য এয়ারলিফট করে তাঁকে নিয়ে আসা হয়েছিল বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। হাসপাতার কর্তৃপক্ষ বারবার জানিয়েছিল স্থিতিশীল থাকলেই শারীরিক অবস্থা সংকটজনক। সেখানেই গত একসপ্তাহে লড়াই চালিয়ে  বুধবার মৃত্যুর কাছে হার মানেন বরুণ সিং। তাঁর নিজের শহর ভোপালে এদিন শেষকৃত্যু সম্পন্ন হয় তাঁর।

গ্রুপ ক্যাপ্টেনের এক পুত্র ও স্ত্রী রয়েছে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি নিহত ক্যাপ্টেনের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন। রাজ্যের যে কোনও একটি ইনস্টিটিউশনের নাম বদল করে বরুণ সিং-এর নামে রাখার কথাও ঘোষণা করেছেন তিনি।  বরুণ সিং -এর শেষকৃত্যে সেনা বাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁর পরিবারও উপস্থিত ছিল। শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। বরুণ সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে বরুণ সিং জেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে দেশের বড় ক্ষতি হল। বরুণ সিং দেশের গর্ব বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরুণ সিংকে জীবিত অবস্থায় উদ্ধারের পর তাঁকে ঘিরে দেশের মানুষের আকাঙ্কা ক্রমশই বাড়ছিল। সাধারণ মানুষও নিত্যদিন তাঁর খোঁজ নিচ্ছিলেন।