দেশ

শেষযাত্রায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১১ জন সেনা বাহিনীর কর্মী বুধবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ভি৫ হেলিকপ্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহ দিল্লি পৌঁছায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং তিন সেনা প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায়। এই দুর্ঘটনায় বেঁচে থাকা একমাত্র সেনাকর্মী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৪৫ শতাংশ দুর্ঘটনায় পুড়ে গেছে বলে জানা গেছে। এদিন দিল্লির বাসভবনে শায়িত রয়েছে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ। সেখানে তাঁদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এর আগে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং আরও অনেকে। আজ ২ টো নাগাদ কামরাজ মার্গের বাড়ি থেকে শেষ যাত্রায় উদ্দেশে বেরল জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ।  প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৭টি গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে জেনারেল রাওয়াতকে।