এবার বাতিলের মুখে নেপাল সফর ৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরের অনুমতি দিল না কেন্দ্রীয় বিদেশমন্ত্রক ৷ নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ১০-১২ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই কনভেনশন হচ্ছে। কনভেনশনের উদ্বোধনি সেশনেই আমন্ত্রন জানান হয় তাঁকে এবং শুক্রবারই তাঁর কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। বিদেশমন্ত্রকের তরফে এখনো জানানো হয়নি কী কারনে এই ছাড়পত্র দেওয়া হয়নি। এর আগে এই বছরই রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হয়েছিলো। অক্টোবর মাসের প্রথমার্ধে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় তখন রোম যেতে পারেন নি তিনি। তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্রও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।