৮০ বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য তিনি দেহদানের অঙ্গীকার করেছিলেন আগেই। সেই মতো চিকিৎসকরা এসেছেন। তাঁর চক্ষুদানের প্রক্রিয়াও শেষ হয়েছে বলে খবর। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তাঁর কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন। শুক্রবার এনআরএস অথবা প্রয়োজনে এসএসকেএমকে তাঁর দেহ দান করা হবে। সেই দেহ নিয়ে গবেষণা করবেন চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীরা। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাট থেকে বের করা হল প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দেহ। পিস ওয়ার্ল্ডে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। শববাহী শকটে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর দেহকে। বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ।