জেলা

‘রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন ৷ বর্ধমানে দলীয় কর্মী তথা কয়লা মাফিয়া রাজু ঝা হত্যার ঘটনায় রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে বিজেপি কর্মী তথা কয়লা মাফিয়া রাজু ঝা কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে নিহত হন । সেই ঘটনা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সুকান্ত এ দিন বলেন তিনি মৃত কোন দলের ছিলেন সেটা গুরুত্বপূর্ণ নয় । গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্যের একজন নাগরিককে প্রকাশ্য দিবালোকে পাঁচজন গুলি করে হত্যা করেছে । বাংলায় এমন ঘটনা আগে ঘটেনি । আমরা শুধু অন্য রাজ্যে এই ধরনের ঘটনার কথা শুনেছি ৷ সুকান্তের দাবি এ ধরনের ঘটনাই দেখিয়ে দেয় যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷ ১৪৪ ধারা জারি হওয়ায় হাওড়ায় হিংসাবিধ্বস্ত শিবপুরে যেতে রাজ্য বিজেপিকে বাধা দিয়েছে পুলিশ । বিজেপি প্রতিনিধিদলকে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়া নিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন তাঁদের যেতে দেওয়া হয়নি । এ বিষয়ে তিনি রাজ্যপালের কাছে রিপোর্ট করবেন বলে জানিয়েছেন সুকান্ত ৷ তাঁর দাবি রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত । হিংসার ঘটনা ঘটছে প্রকাশ্যে লোকজনকে গুলি করা হচ্ছে আর পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধুমাত্র একটি সম্প্রদায়ের সদস্যদের জন্য কাজ করছে । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন পশ্চিমবঙ্গের জনগণের এটাও বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নন শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের অনুসারীদেরই মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন ও সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ ৷