দেশ

‘ভারতের বিচারব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, বিশ্বের কোথাও নেই’, প্রধান বিচারপতির উদ্বেগ নিয়ে পালটা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। বিচারপতিদের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটানোর ফলে তাঁদের বিচার করার আগে দু’বার ভাবতে হচ্ছে, এমন মন্তব্য করেছিলেন তিনি।  তিনি বলেছেন, “ইলেকট্রনিক মিডিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সেখানে যা কিছু প্রকাশ করা হয়, সেগুলো খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। বিচারপতিদের উদ্দেশ্য করে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে মিডিয়ার একাংশে। বিচারপতিরা কোনওরকম প্রতিক্রিয়া দেন না। কিন্তু সেই ব্যবহারকে তাঁদের দুর্বলতা বলে ধরে নেয় অনেকে।” সেই বক্তব্যের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারতবর্ষেই বিচারব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত রয়েছে। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন বিচারপতিরা।  কেন্দ্রীয় আইনমন্ত্রীর তরফে বলা হয়, “ভারতের বিচারব্যবস্থা এবং বিচারপতিরা সম্পূর্ণভাবে নিরাপদ জায়গায় রয়েছে । আমি জোর গলায় বলতে পারি, পৃথিবীতে কোথাও ভারতের মতো স্বাধীন বিচারব্যবস্থা নেই।” তিনি আরও জানিয়েছেন, বিচারপতি আসলে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁর মতামত জানিয়েছেন। রিজিজুর মতে, “সারা পৃথিবীতেই মিডিয়া ট্রায়ালের ঘটনা ঘটছে। সেই প্রেক্ষিতেই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। কিন্তু তাঁর মন্তব্য নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।”