করোনার জেরে আগামী ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমের নির্বাচন। ১৪ ফেব্রুয়ারি গণনার সম্ভাব্য দিন। এই পরিস্থিতিতে বামফ্রন্টের তরফে নতুন প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হল নির্বাচন কমিশনে। এরপরই বিকেলে বামফ্রন্টের তরফে আবেদন, ১২ এবং ২৭ তারিখ দু’দফায় রাজ্যের সমস্ত পুরসভার ভোট হওয়ার পর একইদিনে যেন ফল ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে, রাজ্যের বাকি পুরসভা গুলিতে ভোটের সম্ভাব্য দিনক্ষণ হিসেবে আদালতে নির্বাচন কমিশনের প্রস্তাবিত দিন – ২৭ ফেব্রুয়ারির কথা উল্লেখ করা হয় বামেদের চিঠিতে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আবেদন, শুধু চার পুরনিগমের নয়, রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচনের পর একসঙ্গে সমস্ত ফল প্রকাশ করা হোক।