দেশ বিনোদন

প্রয়াত কিংবদন্তি মালয়ালম লেখক এমটি বাসুদেবন নায়ার

প্রয়াত প্রখ্যাত মালয়ালম লেখক ও জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী এমটি বাসুদেবন নায়ার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর ৷ গত 10 দিন ধরে অসুস্থ হয়ে কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে তাঁর মৃত্যু হয়৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ-সহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন। বৃহস্পতিবার বিকেল 5টায় মাভুর রোড শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি ছিলেন একজন খ্যাতনামা লেখক ৷ পাশাপাশি চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনাতেও তিনি ছিলেন দক্ষ । তিনি ছিলেন আধুনিক মালয়ালম সাহিত্যে একজন প্রভূত এবং বহুমুখী লেখক৷ স্বাধীনতা পরবর্তী ভারতীয় সাহিত্যের অন্যতম স্রষ্টা হিসেবে বিবেচিত হন । 9টি উপন্যাস, 19টি ছোট গল্পের সংকলন করেন তিনি ৷ এছাড়াও 7টি চলচ্চিত্র পরিচালনা করেছেন ৷ লিখেছেন প্রায় 54টি চলচ্চিত্রের চিত্রনাট্য। সাত দশকের কর্মজীবনে বেশ কয়েকটি প্রবন্ধ ও স্মৃতিকথার সংগ্রহ প্রকাশ করেছেন নায়ার। তিনি ওরু ভাদাক্কান বীরগাথা (1989), কাদাভু (1991), সাদায়াম (1992), এবং পরিণায়াম (1994) এই চারবার শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ৷ যা চিত্রনাট্য বিভাগে একটি রেকর্ডও । তাঁর মৃত্যু মালায়ালাম চলচ্চিত্র ও সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি । উপন্যাস নালুকেট্টু (দ্য অ্যানসেস্ট্রাল হাউস) তাঁর সাহিত্যিক আইকনের অন্যতম পরিচয় ৷ সাহিত্য কৃতিত্বের জন্য তিনি 1995 সালে জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন ৷ 2005 সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন । এছাড়াও এমটি বাসুদেবন নায়ার কেন্দ্রীয় সাহিত্য আকাদেমি পুরস্কার, ভায়ালার পুরস্কার, ভাল্লাথল পুরস্কার, এজুথাচান পুরস্কার, মাতৃভূমি সাহিত্য পুরস্কার এবং ওএনভি-সহ বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছেন । 2013 সালে মালয়ালম সিনেমায় আজীবন কৃতিত্বের জন্য জেসি ড্যানিয়েল পুরস্কার এবং 2022 সালে রাজ্য সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান, উদ্বোধনী ‘কেরালা জ্যোতি’ পুরস্কারে সম্মানিত হন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ তিনি বলেন, “যে দীপ্তি যে মালয়ালম সাহিত্য ও বিশ্ব সাহিত্যের সামনে নিয়ে এসেছেন, তা আমরা এমটি বাসুদেবন নায়ারের প্রয়াণে হারিয়েছি।” এমটি বাসুদেবন নায়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ওয়েনাড়ের নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শ্রী এমটি বাসুদেবন নায়ারের প্রয়াণে আমরা এমন একজন প্রতিভাকে হারালাম, যিনি সাহিত্য এবং সিনেমা ও সংস্কৃতিকে অভিব্যক্তির শক্তিশালী মাধ্যম হিসেবে রূপান্তরিত করেছেন। তাঁর আখ্যানগুলি মানুষের আবেগের গভীরতা এবং কেরলের ঐতিহ্যের সারমর্ম ধারণ করে।’