জেলা

এবার পুরুলিয়ার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি

এবার পুরুলিয়ায় চিতাবাঘের দাপট ৷ পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের ছবি ৷ ওই ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ বন দফতর থেকে মাইকিং করে গভীর জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে ৷ গ্রামের শিশুরা যাতে জঙ্গলের দিকে না চলে যায় সেদিকেও খেয়াল রাখার কথা বলেছেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও দেবাশিস শর্মা ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ওই চিতাবাঘের ছবি ধরা পড়ে ৷ তারপর থেকে ২৪ ঘণ্টা জঙ্গলে নজরদারি শুরু করেন বন দফতর ৷ পুরুলিয়া বন বিভাগ বাংলা-ঝাড়খণ্ডের জঙ্গল নিয়ে নানা তথ্য সংগ্রহ করে চিতাবাঘের ছবি-সহ অরণ্য ভবনে রিপোর্ট করে ৷ এরপর রাজ্য বনবিভাগের বন্যপ্রাণ শাখার তরফে ‘ট্র্যাকস এন্ড ট্রেল’ অর্থাৎ ওই বন্যপ্রাণীর পায়ের ছাপ, তার শিকার, বিষ্ঠা, গতিবিধি, জল পান করার জায়গা চিহ্নিত করে ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোটশিলা বনাঞ্চল থেকে নিয়ম করে রিপোর্ট নিচ্ছে পুরুলিয়া বনবিভাগ।