দেশ

‘রক্ত যাক, দেশের জন্যে লড়ব’, বৈঠকের পর বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাটনায় বিরোধীদের মেগা বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “আমাদের রক্ত যায়, যাক- আমরা দেশের জন্য লড়ব”। এই বৈঠকের আয়োজন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU নেতা নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ৫টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সেই গুলি হল –

১) আমরা একজোট
২) আমরা একসঙ্গে লড়ব
৩) আমাদের লড়াই বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে
৪) যে কোনও ষড়যন্ত্র একসঙ্গে রুখে দেব
৫) পরের বৈঠক সিমলায় ১২ জুলাই

বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমী। মণিপুর জ্বললে আমাদেরও হৃদয় দগ্ধ হয়। আমাদের রক্ত যায়, যাক। আমরা দেশের জন্য লড়াই করব।“ এরপরেই পাটনায় বৈঠকের প্রসঙ্গে উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাটনা থেকে অনেক জন-আন্দোলনের সূচনা হয়েছে, যেগুলি সাফল্যলাভ করেছে। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, দিল্লিতে অনেক বৈঠক হয়েছে। তাতে কোনও ফল হয়নি। এবার তাই পাটনায় বৈঠক হয়েছে। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি-রাজ চলানো নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির স্বৈরচারিতার বিরুদ্ধে আমরা একজোট, ইডি-সিবিআই দিয়ে বিজেপি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে। তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, যেসব রাজ্যে বিজেপি বিরোধীদল ক্ষমতায় রয়েছে, সেখানে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তৃণমূল সুপ্রিমোর কথায় বৈঠক ফলপ্রসূ। আগামী দিনে দিল্লি থেকে মোদি সরকারকে হটানোর সূচনা হল পাটনার বৈঠকেই।