দেশ

২০২৪-এ একজোট হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত ১৫ বিরোধী দলের, ১২ জুলাই শিমলায় পরবর্তী মহাবৈঠক  

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার বেলা বারোটায় শুরু হয়েছিল বৈঠক। চলে বিকেল চারটে পর্যন্ত। এদিনের বৈঠকে আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে সব বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই চালানোর বিষয়ে সহমত হয়েছে। শুক্রবার পটনায় বিরোধী জোটের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। একই সঙ্গে দেশে মোদি সরকারের নেতৃত্বে স্বৈরতন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে কী রণকৌশল নেওয়া হবে তা ঠিক করতে এদিন পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বৈঠকে বসেন কংগ্রেস-সহ দেশের ১৫টি প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। ওই বৈঠক শেষে যৌথভাবেই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধি-মমতা বন্দ্যোপাধ্যায়-শরদ পওয়ার-উদ্ধব ঠাকরেরা। শুরুতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘ বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। সব দল একসঙ্গে লড়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। মোদির নেতৃত্বে দেশের বিজেপি সরকার ইতিহাস বদলে দিতে

চাইছে। যা বিপজ্জনক। তাই যেভাবেই হোক বিজেপির ক্ষমতা দখল রুখতে হবে।’  রাহুল গান্ধি বলেন, ‘বিরোধী দলগুলি এক আদর্শের লড়াইয়ের জন্য আজ একমঞ্চে হাজির হয়েছে। আরএসএস ও বিজেপির ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে লড়াই চলবে।’ একই সুর শোনা গিয়েছে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের কণ্ঠে। প্রবীণ মরাঠা নেতা বলেন, ‘দেশে দুর্দিন চলছে। নিজেদের মধ্যে লড়াই ভুলে দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফথির কথায়, ‘গান্ধির দেশকে গডসের দেশ হওয়া থেকে বাঁচাতে আজ থেকে এক নতুন লড়াই শুরু হলো।’ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য আজ আমরা একসঙ্গে বসেছি। স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’  বৈঠকে ঠিক হয়েছে, ফের একবার রনকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসা হবে। আগামী ১২ জুলাই ওই বৈঠক হবে কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশের শিমলায়।