রাতের আকাশে রহস্য়ময় আলো! তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ বলছেন বিমানের আলো তো কারো মতে এটি ধুমকেতু। আবার কেউ আবার উএফও বলেও মজা করতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যদিও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মহাজাগতিক কোনও বিষয় নয়। তবে ঠিক কীসের আলো সেটি এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা। তবে আলো রহস্য উন্মোচনে ইতিমধ্যে নেমে পড়েছেন মহাকাশ গবেষকরা। তবে অন্য এক অংশের দাবি, এটি একটা বিশাল উল্কা পিন্ড। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী ঝাড়খণ্ডেও সন্ধ্য়ার পর আকাশে টর্চের মতো আলো দেখা গিয়েছে। স্থায়িত্ব ছিল মিনিট দুয়েক। বাড়ছে কৌতুহল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৫টা ৫০ থেকে ৬টা পর্যন্ত পূর্ব দিকের আকাশে বেশ স্পষ্টভাবে নাকি আলো দেখা গিয়েছে। অন্ধকারে টর্চ বা সার্চ লাইট ফেললে যেমন দেখায়, ঠিক তেমনই! তবে ওই আলো চোখে ধাঁধিয়ে দেওয়া মতো ছিল না। বস্তুত, মিনিট দুয়েক পর মিলিয়েও যায়! এদিনই ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় অগ্নি ৫ ব্য়ালেস্টিক মিসাইল। ওজন, ৫০ হাজার গ্রাম। ৫ হাজার কিমিবেশি দুরত্ব পর্যন্ত পরমাণু বহনে সক্ষম এই মিসাইল লক্ষ্যবস্তুতে নিখুঁভভাবে আঘাত হানতে সক্ষম। তাহলে রাতের আকাশে দেখা গেল মিসাইলে আলো। আজকে অগ্নি ৫ মিসাইল টেস্ট হয়েছে। যদিও এ’নিয়ে এখনও নিশ্চয়তা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক।